তুমি আমাকে বুঝ?
তাহলে কেন আমায় সকাল দুপুর খোজ?
আমি তো চাই হারাতে
তোমার মনে ঘুরে বেড়াতে।
আমি হবো না ক্লান্ত
কারণ আমি জেনে গেছি
ভালোবাসার গভীরতা অনন্ত।
আমি চাই আর কিছু রাত
সে রাতে তুমি ধরবে আমার হাত।
সেদিন দু’জনে মিলে
ভাঙবো সকল অপবাদ।
কারণ আমার প্রতি তোমার বিশ্বাস অঘাত
তোমাকে নিয়ে আমি গড়বো ভালোবাসার নীড়
যেখানে ধরবে না কোন চির
আমি করবো না কোন ভুল
যে ভুলের দিতে হবে মাশুল।
আমি চাই না তোমায় হারাতে
বাঁধতে চাই তোমায় আমার চুলের খোপাতে।
আমি রাখি না তোমার খোঁজ
আর তাই তুমি আমায় ভুল বোঝ রোজ।
আমার ছোট ছোট ভুল
ভাঙ্গে তোমার চোখের দু’কুল।
আমি করবো না আর কোন আঘাত
এবার ফিরিয়ে দেব তোমার প্রভাত
যে প্রভাতে আর হবে না কখনো রাত
ভালোবেসে ধরেছি তোমার দু’হাত।