মহান বিজয় দিবস / ১৬ ডিসেম্বর ২০২১

0
385
Victory day bangladesh bijoy dibosh 2021

আজ ১৬ই ডিসেম্বর। বাঙ্গালির মহান বিজয় দিবস। জাতির ইতিহাসে একটি সোনালী দিন। রক্তাক্ত  ইতিহাসের একটি স্বর্ণালী অধ্যায়। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্বরণ করার দিন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্থ করে বিজয় অর্জন করে বাংলাদেশ।

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

আমরা গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ও যে কৃতীমান লোকের আত্নত্যাগে এ বিজয় সম্ভব হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

পৃথিবীর সকল স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলে ও বিজয় দিবস থাকেনা।

সেইদিক থেকে আমরা সৌভাগ্যের অধিকারী। বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ। বিজয়ের এ দিনে আমরা সকলকে জানাই বিজয়ের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।