হায়, আমি মৌসুমি হাসান। আমি একাউন্টিং এ অনার্স শেষ করেছি। ছোটবেলা থেকেই লিখতে ভালোবাসি। অবসর সময়ে বই পড়ি আর লেখালেখি করি। ২০১৫ থেকে আমি অনলাইনে মেয়েদের সৌন্দর্য্য, লাইফস্টাইল, মেকআপ ও সাহিত্য-সংষ্কৃতি নিয়ে লেখালেখি করছি। আশা করি আমার লেখা আপনাদের ভালো লাগবে। আমার নতুন নতুন লেখার আপডেট পেতে চোখ রাখুন ফোকাস আনলিমিটেডের ওয়েবসেইটে এবং নিউসলেটারে সাবস্ক্রাইব করুন।