ফোকাস আনলিমিটেড মূলত সৃষ্টিশীলতাকে ফোকাস করে। সৃষ্টিশীলতাকে সবার কাছে তুলে ধরার জন্য নিবেদিত। সৃষ্টিশীল লেখনী, অঙ্কন (ছবি আঁকা), শিল্পকর্ম, সাহিত্য, গাণ, নৃত্য, চিন্তা, কর্ম ইত্যাদি প্রতিভাকে প্রকাশ করার বা সবার কাছে ফুটিয়ে তোলার উপযুক্ত প্ল্যাটফর্ম হলো “ফোকাস আনলিমিটেড”।
সৃষ্টিশীলতা কি?
আমরা অনেকেই ভাবি সৃষ্টিশীল মানুষ হওয়ার জন্য লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা ইত্যাদি শৈল্পিক গুণ থাকতে হয়। ব্যাপরটা আসলে কিন্তু সেরকম না। সৃষ্টিশীলতা হল যে কোনও ক্ষেত্রেই নতুন চিন্তা করার ক্ষমতা, নতুন আইডিয়া অথবা সমাধান ভাবতে পারার ক্ষমতা। নিজের জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান বের করা। – এটা ঠিক, সৃষ্টিশীল মানুষেরা সবসময় একটু অন্য ভাবে চিন্তা করেন – কিন্তু সেটা বেশিরভাগ সময়েই সবার জন্য ভালো ফলাফল বয়ে আনে।
আপনার মাঝে যদি সৃষ্টিশীলতা থাকে, তবে আপনি বিভিন্ন সমস্যার এমন সমাধান ভাবতে পারবেন – যা আগে কেউ ভাবতে পারেনি। ইংরেজীতে আমরা বলি “think outside the box” – এটা আসলে এই সৃষ্টিশীলতা বা creativity এর বহিঃপ্রকাশ।